Children's Journey

  • Play Idea

    • 11,Oct 2021
    • Posted By : Children's Journey
    • 0 Comments

    কাঁদামাটি দিয়ে খেলা করতে দিতে চাই না আমরা কারন জায়গা নোংরা হবে, জামা কাপড় নোংরা হবে এবং অনেক কাজ বাড়বে। এমন নোংরা পরিষ্কার করতে কোনও মা বাবা আপত্তি করবেন না যার মাধম্যে শিশু ভালো কিছু শিখবে এবং সক্রিয় থাকবে। মায়েরা কাজ করতে করতে অনেক ক্লান্ত, বাবারা; আপনার ছোট শিশুটিকে নিয়ে কাঁদামাটি দিয়ে খেলা করতে পারেন।

    n

    শিশুর বয়স ১৬ মাসের উর্দ্ধে হলে আপনি এই ধরনের খেলা খেলতে পারবেন, শিশুকে অবশ্যই চোখে চোখে রাখতে হবে যাতে করে কাঁদামাটি খেয়ে না ফেলে।দেখবেন খেলতে দিয়ে আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পরবেন না কারন আমি অংশগ্রহনমূলক খেলার কথা ববলেছি, শিশু এবং আপনি নিজে মিলে খেলবেন।

    n

    প্রতিটি শিশুর জন্য সেন্সরি প্লে অতন্ত্য উপকারী এবং এই কাঁদামাটি দিয়ে খেলা ৮টি সেন্সেসকে একটিভ করে।

    n

Leave A Comment