শিশুর প্রবলেম সলভিং ক্ষমতা বাড়ানোর জন্য অথবা বয়স উপযোগী মনোযোগ বৃদ্ধির জন্য বয়স উপযোগী পাজেল খুব গুরুত্বপূর্ন।
n~পাজেল এর উপরে লেখা পড়লে শিশুর ভাষা দক্ষতা বাড়াতে সাহায্য করবেn~ পাজেল এর উপরে লেখায় থাকে নানাবিধ তথ্য যা পড়ে শিশু খুব সহজেই পরিবেশ এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারে; যেমনঃ এই পাজেলটিতে রয়েছে রেইনফরেস্ট/ বনের চারটি লেভেলের তথ্য যা পড়ে এবং হাতে কলমে করে শিশু জ্ঞানবৃদ্ধিতে সাহায্য করবে।
n~শিশুর মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে n~ শিশু ঘরে বসে থেকে কিছু না করতে পেরে আপনাকে বিরক্ত করবে না কারন একটি ২৫/৩০ টুকরো পাজেল করতে শিশুর ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। এই ৩০০ টুকরো পাজেলটি করতে সময় লেগেছে ২ ঘন্টার কাছাকাছি। n~শিশু নির্দেশনা শুনে পাজেল করার সাথে সাথে তার মধ্যে স্থিরতা আসবে। n~ পাজেল যেনো শিশুর নিজস্ব ভালোলাগা বা পছন্দের সাথে মিল থাকে অর্থাৎ শিশু যদি পশুপাখি পছন্দ করে তাহলে তাকে ওই ধরনের পাজেল দিতে হবে। শুধু আলফাবেট বা সংখ্যা শিখালে শিশু খুব সহজে অনাগ্রহ প্রকাশ করবে।
nnTake care everyone.
nnTripti PoddernChildhood education expertnLondon, UK
nn