Children's Journey

  • ওয়ান টু ওয়ান সেশন

    • 15,Jan 2023
    • Posted By : Children's Journey
    • 0 Comments

    ৳ 5,000.00

    শিশু এবং পরিবারের প্রয়োজন, চাহিদা, প্রতিবন্ধকতা এবং পরিবেশকে সামনে রেখে অভিজ্ঞ পেশাজীবীর মাধ্যমে শিশু এবং পরিবারের সার্বিক বিকাশের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা হয় এবং অভিভাবককে শেখানো হয়ে থাকে যাতে অভিভাবক শিশুর প্রয়োজন অনুযায়ী রুটিন ফলো করে শিশুর বিকাশে সাহায্য করতে পারেন। শিশুর শারীরিক ও মানসিক চ্যালেঞ্জেস ও প্রতিবন্ধকতা যাচাই করে শিশুর কোন মেডিকেল এক্সামিনেশন এর দরকার হলে তার পরামর্শ দেয়া হয় । শিশুর স্পিচ ডিলে, সেন্সরি ইস্যু, স্পেকট্রাম, গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে এবং অন্যান্য ডিস্যাবিলিটিজ অথবা ডিফিকাল্টিজ এর উপর সাধারণত one-to-one সার্ভিস দেওয়া হয়। মূল উদ্দেশ্য শিশুর শিক্ষনে সাহায্য করা , যাতে করে শিশু নিজস্ব চাহিদা মেটাতে পারে এবং পরিবার ও সমাজে খাপ খাইয়ে একজন দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।

    Description

    শিশুর বিকাশের উপর নির্ভর করে স্ট্রাটেজি পরিকল্পনা করে অভিভাবকদের ফ্যাসিলেটর তৈরি করে থাকি যাতে করে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে নয়, শিশুর প্রয়োজন অনুযায়ী অভিভাবক শিশুর সাথে অংশগ্রহণ করে শিশুর সার্বিক বিকাশে সাহায্য করে শিশুকে দৈনন্দিন কাজের সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে উপযোগী করা। সার্ভিস ফী এবং বিস্তারিত জানার জন্য নিন্মোক্ত রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। দ্রুত সাহায্য চাইলে হোয়াটসআপ নাম্বারে ফোন করুন।  

    বিস্তারিত নিয়মাবলী:

      👉 প্রথমে অভিভাবক শিশুর কিছু ভিডিও রেকর্ড করে পাঠাবেন । ভিডিও গুলো হবে অভিভাবক যে বিষয়গুলোকে শিশুর প্রতিবন্ধকতা মনে করেন সেগুলোর উপরে এবং শিশুর সাধারন দৈনন্দিন কর্মকান্ডেউপরে। 👉 অভিভাবক যদি প্রাথমিকভাবে কথা দিয়ে রাখেন, যে তারা one to one সেশন নিতে চান তাহলে শিশুর ভিডিও এনালাইসিস করা হয় এবং Early Years Foundation Stage ( EYFS) অনুসারে শিশুর অবস্থান এবং প্রয়োজন যাচাই করা হয়। 👉ভিডিও এনালাইসিস করার পর যদি এক্সপার্ট মনে করেন শিশুর জন্য one to one সেশন প্রয়োজনীয় তাহলে অভিভাবক কে তা জানিয়ে দেয়া হয় । 👉 সেশন ফি ৫০০০ টাকা । যা এ পর্যায়ে অভিভাবকের পরিশোধ করতে হবে। সেশন ফি গ্রহণ করার পর অভিভাবক এবং এক্সপার্ট এর সুবিধা অনুযায়ী নির্দিষ্ট সময়ে দিন এবং সময়ে one to one সেশন অনুষ্ঠিত হয়। এখানে শুধু অভিভাবক এবং এক্সপার্ট উপস্থিত থাকবেন। 👉 অভিভাবক এবং এক্সপার্ট মিলে শিশুর জন্য সঠিক স্ট্যাটেজিক প্লান তৈরি করা হয়, এবং অভিভাবক কিভাবে এই প্ল্যান বাস্তবায়ন করবেন তা নিয়ে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়। 👉 স্ট্রাটেজিক প্ল্যান পর্যন্ত সেশন ফি ৫ হাজার টাকা। পরবর্তীতে শিশুর প্রয়োজনের উপর ভিত্তি করে অন্যান্য সেশন ও ফি ধার্য করা হয়।  

Leave A Comment