Children's Journey

  • সেন্সরি ইনপুট এবং সেন্সরি ডায়েট

    • 15,Jan 2023
    • Posted By : Children's Journey
    • 0 Comments
    Sale!

    ৳ 2,500.00

    আচরন ব্যবস্থাপনা :

    এই সেশনটি হলো শিশুর সাথে আচরণ কী উপায়ে শিশুকে এবং নিজেকে কন্ট্রোল করবেন, শিশুকে না মেরে বা ধমক না দিয়েl

    কোর্স ফী: ২৫০০টাকা

    সময়সীমা: ট্রেনিং সেশন ১ ঘন্টা ৩০মিনিট

    তারিখ এবং সময়: রেজিস্ট্রেশন এর পর জানানো হবে

    Category:

    Description

    আচরন ব্যবস্থাপনা :

    এই সেশনটি হলো শিশুর সাথে আচরণ কী উপায়ে শিশুকে এবং নিজেকে কন্ট্রোল করবেন, শিশুকে না মেরে বা ধমক না দিয়েl।

    কোর্স ফী: ২৫০০টাকা।

    সময়সীমা: ট্রেনিং সেশন ১ ঘন্টা ৩০মিনিট।

    তারিখ এবং সময়: রেজিস্ট্রেশন এর পর জানানো হবে ।

    ফিডব্যাক :

    আপু, সকাল থেকে ভাবছিলাম, কিছু লিখবো, গতকালের আপনার সেশনটা মনে হয়েছে শুধু আমার জন্যই ছিলো অর্থাৎ আমার সাথে খুব রিলেটেড ছিলো। একটা মেন্টাল সেটআপ নিয়েই আপনার গতকালের সেশনে এটেন্ড করেছিলাম যে, বাচ্চার বিহেভিয়ার রিলেটেড আপনি যা কিছু বলবেন, মায়েদের উদ্দেশ্য করেই বলবেন এবং আমরা একটা গাইডলাইন পাবো। শুরুতেই আপনি নিজেদের প্রতি যেভাবে যত্নবান হতে বললেন, মনটা ছুয়ে গেল আপু। গতকাল অনেক অনেক টিপস পেয়েছি, আপনার জন্য, নিজের জন্য এবং সবার জন্য দোয়া করি যেন বাচ্চাদের সঠিক বিকাশে আমরা এগুলো সুন্দরভাবে অনুসরণ করতে পারি ❤️

    আপু আপনাকে অনেক ধন্যবাদ, কাল বাচ্চা প্রথম মা বলসে , যেটার অডিও আপনাকে পাঠিয়েছি। এই মা ডাক শোনার জন্য ৪.৫ বছর wait করলাম!!!! আমি যে আপুর ঋণ কীভাবে শোধ করবো? সেশন শুনলে প্রথম মনে হয়, এভাবে করলে কেমনে কাজ হবে, but প্রতিটা strategy এতটা scientific, না মিললে কেউ বিশ্বাস করবে না। সবচেয়ে effective মনে হয়েছে ‘নিজের কথায় অনড় থাকা’ Improvement আনার ব্যাপারে যেটা বলবো ‘ practical example ছিল, সেটা দিয়ে বোঝালে ভালো বুঝি’ Overall আপুর জন্য দোয়া।

    ১। ওর বাবা কাপড় ধোয় ২। খাবার serve করে সবার ৩।অফিস থেকে এসে বেবীকে সামনে বসায় কথা বলে এবং দোল দেয় ৪। park এ নিয়ে যায় ball cricket cycling করে ৫।washroom এ ঢুকে বেবীকে বলে towel দাও, লুঙ্গি দাও, সব বেবীকে দিয়ে করায় ৬। বাজারে নিয়ে সবজি কিনে, ওকে দিয়ে ফকিরকে টাকা দেয়ায়, বাজার এর ছোট ব্যাগ ওকে carry করতে দেয় etc etc

    সর্বপ্রথম @tripti poddar আপুকে অনেক ধন্যবাদ আমি ভাবতেও পারিনি এত সহযে  এত সুন্দর মনের মানুষ এর সাথে কথা বলার সুযোগ পাবো আপু আপনাকে বলার মতো কিছু খুজে পাচ্ছি না কি বলবো আর কি বলবো না আপু কিন্তু এত উপকার হয়েছে আমার জন্য আমার ছেলে শেয়ারিং এর বিষয় টা বুজতো না প্রসেসিং এর বিষয় বুজতো না আলহামদুলিল্লাহ চেষ্টা করছি বুজতে পারছি কাজ হচ্ছে খালি মনে হচ্ছিল আপু আর আমি কথা বলছি কিন্তু আমি কিছু না বললেও আপু আপনি আমার মনের কথা বলেছে ধন্যবাদ সকল আপুকে যারা একসাতে হয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করছি আর সকলেই আমার ছেলের জন্য দোয়া করবেন।

Leave A Comment