শিশুকে লিখতে শেখানোর জন্য শিশুর প্রয়োজন অনুসারে শিশুর মোটর ডেভেলপমেন্ট করতে হয়, আমার এই প্রথম বাক্যে আমি তিনটি বিষয় উল্লেখ্য করেছি; nপ্রথমতঃ লেখা শিখানো nদৃতীয়ত: শিশুর প্রয়োজন nতৃতীয়ত: শিশুর মোটর ডেভেলপমেন্ট
nnপেন্সিল বা কলম হাতে দেবার পূর্বে শিশুর মোটর ডেভেলপমেন্ট কেমন অর্থাৎ পেন্সিল ধরে তার পোশ্চার ঠিক করে বসে শিশু কি লিখতে পারছে কিনা এটিকে আমরা শিশুর মোটর ডেভেলপমেন্ট বলে থাকি ? আর না লিখতে পারলে শিশু খুব অল্পতেই আগ্রহ হারিয়ে ফেলবে। কোন হাতে লিখবে সেটিও এই পূর্ব প্রস্তুতির মধ্যে পরে থাকে l কারণগুলো একদিন লাইভ এ ব্যখ্যা করবো। শিশুকে নানাবিধ একটিভিটিস করানোর মাধ্যমে আড়াই থেকে তিন বছরের মধ্যে ট্রাইপড গ্রিপ এ পেন্সিল ধরার দক্ষতা অর্জন করে যা গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় অর্জন করতে ৬/৭ বছর লেগে যায়, অনেক শিশুর ফাইন মোটর স্কিলস ভালো থাকলে ৫ বছরেও সঠিকভাবে পেন্সিল ধরে লিখতে পারে। এর অর্থ কি আপনি যে ভাবে কলম ধরে লিখতে শিখেছেন তা ভুল? ভুল কিনা তা বলার ক্ষমতা আমার নেই তবে সেটি সঠিক নয়, ট্রাইপড গ্রিপ হল সঠিক কলম/পেন্সিল ধরার গ্রিপ।
nশিশুর বিকাশগত প্রতিবন্ধকতা থাকলে বা পিছিয়ে থাকলে আমরা তাদেরকে অন্য গ্রিপ গুলোতে শিখিয়ে থাকি কিন্তু শিশুর বৃদ্ধি এবং বিকাশ যদি সঠিক থাকে তাহলে শিশু সঠিক এবং স্বাস্থ্যসম্মত ভাবে শিখবে তাই হওয়া উঠিত।
nnউপরের বাক্যটি খুব সাধারণ একটি বাক্য মনে হলে ও এটি খুব সাধারণ নয় কারণ একবার যদি শিশু লেখার আগ্রহ হারিয়ে ফেলে তখন ধীরে ধীরে এটি অনেক ক্ষেত্রে ডিসঅর্ডার এ পরিণত হয়, অনেক শিশুর ক্ষেত্রে জন্মগত ভাবেও হয়ে থাকে, তাই শিশুকে লিখতে বসানোর আগে ধাপে ধাপে প্রস্তুত করানো দরকার। nপ্রথমে: পোশ্চার ব্যবস্থাপনা nদৃতীয়ত: ফাইন মোটর স্কিলস nতৃতীয়ত: পরিবেশ এবং উৎসাহ
nnশিশুকে সঠিক ভাবে সঠিক উপায়ে পরিচর্যা করতে হলে সঠিক জ্ঞান এবং তথ্যের দরকার হয়।
nnতৃপ্তি পোদ্দার nশিশু শিক্ষা বিশেষজ্ঞ nইংল্যান্ড
nn